নয়াদিল্লি: নাগপুরে আরএসএস-এর সদর দফতরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যাওয়ার সমালোচনা করল জেডিএস। আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে প্রণব ‘ভারতমাতার মহান সন্তান’ বলে উল্লেখ করায় ক্ষুব্ধ কর্ণাটকে জোট সরকারের অন্যতম দল। জেডিএস সাধারণ সম্পাদক দানিশ আলি বলেছেন, ‘প্রণব মুখোপাধ্যায়ের ওই অনুষ্ঠানে যাওয়া উচিত হয়নি। মানুষ তাঁর বক্তব্য মনে রাখবে না, ছবিটাই থেকে যাবে। এটা আরএসএস-কে বৈধতা দেবে।’
কংগ্রেস নেতাদের আপত্তি উপেক্ষা করেই আরএসএস-এর অনুষ্ঠানে যান প্রণব। তাঁর বক্তব্যের প্রশংসা করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তবে এখনও অনেকেই প্রাক্তন রাষ্ট্রপতির সমালোচনায় সরব। দানিশ আরও বলেছেন, জেডিএস সহ অনেক বিরোধী দল ‘এক দেশ এক নির্বাচন’-এর প্রস্তাবের বিরোধী। তাঁদের মতে, প্রতিটি রাজ্যেই আলাদা সমস্যা থাকায় এই প্রস্তাব কার্যকর করা সম্ভব নয়। পাশাপাশি ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তাঁরা ব্যালটের মাধ্যমে ভোটের দাবিও জানাচ্ছেন।
আরএসএস-এর অনুষ্ঠানে প্রণবের যাওয়া উচিত হয়নি, দাবি জেডিএস-এর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2018 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -