নয়াদিল্লি: গুজরাতে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না করা নিয়ে বিরোধীরা তো বটেই, এবার কেন্দ্রের শাসক বিজেপির সহযোগী দলও প্রশ্ন তুলল। গুজরাতের ভোটের নির্ঘন্ট কেন ঘোষণা করা হয়নি, তার ‘বিশ্বাসযোগ্য জবাব’ নির্বাচন কমিশনের কাছে চাইল জেডি(ইউ)। কয়েকদিন আগে হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়।ওই দিনই গুজরাত বিধানসভা ভোটের নির্ঘন্টও কমিশন ঘোষণা করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা করা হয়নি। এই ঘটনা নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের গুজরাত সফরের কথা মাথায় রেখেই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি বলে বিরোধীদের অভিযোগ। এভাবে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের।
এই অবস্থায় বিহারে বিজেপির শরিক দল জেডি(ইউ) সাধারণ সম্পাদক তথা মুখপাত্র পবন ভার্মা ট্যুইট করে কমিশনের কাছে নিরপেক্ষ অবস্থান গ্রহণের আর্জি জানিয়েছেন। তাঁর ট্যুইট, কমিশনকে শুধু নিরপেক্ষ হলেই চলবে না, তা কাজেও দেখাতে হবে। গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা হল না কেন? আমরা এর বিশ্বাসযোগ্য জবাব চাই।
তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলে ভার্মা দাবি করেছেন, এটা কোনও রাজনৈতিক বিবৃতি নয়। কারণ, কমিশন কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়।
ভার্মা আরও বলেছেন, যেহেতু হিমাচলের ভোটের দিনক্ষণ ঘোষণা হল, সেহেতু গুজরাতের ভোটের নির্ঘন্টও ঘোষণা হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তা হয়নি। এর বিশ্বাসযোগ্য কারণ জানাতে হবে কমিশনকে। ভার্মার দাবি, এটা কোনও দলীয় রাজনীতির বিষয় নয়।
সদ্য প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান তালিকার একেবারে শেষের দিকে। বিজেপি বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান নেমে যাওয়ার তথ্যকে খারিজ করে দিয়েছে। কিন্তু জেডি-ইউ নেতা ভার্মা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এটা তাঁদের দলের দর্শনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিহারের মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি নীতিশ কুমারও মনে করেন, ন্যায়ের সঙ্গে উন্নতিই অর্থনীতির লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেছেন, জেডি(ইউ) এনডিএ-র শরিক হলেও তার নিজস্ব পরিচয়, আদর্শ ও দৃষ্টিভঙ্গি রয়েছে।
কমিশনের কাছে গুজরাতের ভোটের নির্ঘন্ট না ঘোষণার ‘বিশ্বাসযোগ্য জবাব’ চাইল বিজেপির সঙ্গী জেডি(ইউ)-ও
ABP Ananda, web desk
Updated at:
16 Oct 2017 04:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -