নয়াদিল্লি: যোগ দিবস পালন কর্মসূচিতে রাজনীতির রং! বিজেপি, প্রধানমন্ত্রীকে নিশানা করল এনডিএ-র প্রাক্তন শরিক জনতা দল (ইউ)। নীতীশ কুমারের দলের নেতা সঞ্জয় সিংহ যোগ দিবস পালনে সরকারি কোষাগার থেকে দেদার অর্থ বাজে খরচ করার অভিযোগ এনেছেন মোদী সরকারের বিরুদ্ধে।


তাঁর দাবি, বিশ্বে যোগব্যায়াম চর্চা চলছে অনেকদিন ধরেই। কিন্তু বিজেপি নেতারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ব্র্যান্ডিং করছেন। ওরা ইভেন্ট ম্যানেজমেন্টে দারুণ দক্ষ। কোটি কোটি টাকা ঢালা হচ্ছে এর পিছনে। তিনি এও বলেন, স্বচ্ছতা অভিযানেও গোড়ায় উত্সাহ দেখা গিয়েছিল মানুষের মধ্যে। কিন্তু পরে তা ছিল না। সেরকমই এ ক্ষেত্রেও অর্থের অপচয় করা হচ্ছে। কেন্দ্রকে তোপ দেগে তাঁর কটাক্ষ, তাঁর দলের নেতারাও যোগচর্চা করেন। কিন্তু ঢাকঢোল পেটান না, লোককে দেখান না!

প্রসঙ্গত, খোদ নীতীশ কুমার গত রবিবার পালামৌতে মন্তব্য করেন, যোগব্যায়ামের প্রথম শর্তই হল, মদ্যপান থেকে দূরে থাকা। নরেন্দ্র মোদী সত্যিই যোগ নিয়ে সিরিয়াস হলে আগে অন্তত সব বিজেপি-শাসিত রাজ্য মদ নিষিদ্ধ করতে বলুন না! সেই মন্তব্যের রেশ ধরে সঞ্জয় বলেন, বিজেপি রাজনীতি করছে। আমাদের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে মদ নিষিদ্ধ করলেই তিনি যোগ দিবসে সামিল হবেন। আসলে যোগের নামে রাজনীতি হচ্ছে। তবে এটা বেশিদিন চলবে না।

প্রসঙ্গত, আজ ভারত সহ বিশ্বের নানা জায়গায় উদ্দীপনার মধ্যে আন্তর্জাতিক যোগদিবস পালিত হচ্ছে।