নয়াদিল্লি: সদ্যই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পরিবর্তে বস্ত্রমন্ত্রকের দায়িত্ব নিয়েছেন স্মৃতি ইরানি। তাঁর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন জেডি-ইউ-র রাজ্যসভা সাংসদ আলি আনওয়ার। তিনি বললেন, খুব ভালো কথা যে স্মৃতি ইরানি বস্ত্রমন্ত্রী হয়েছেন। এটা তাঁকে শরীর ঢাকতে সাহায্য করবে।
এই মন্তব্যের মাধ্যমে সীমারেখা লঙ্ঘন করে ফেলেছেন বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে সাফাইও দেন আনওয়ার। বলেন, এক্ষেত্রে তিনি সব মানুষের শরীরের কথাই বলছেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী করা হয়েছে প্রকাশ জাভড়েকরকে।এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ূ সংক্রান্ত মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন।
স্মৃতি ইরানি সম্পর্কে বিতর্কিত মন্তব্য জেডি-ইউ নেতার
ABP Ananda, web desk
Updated at:
07 Jul 2016 06:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -