নয়াদিল্লি: তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগকে কেন্দ্র করে যাদের দিকে আঙুল উঠেছে, সেই কেম্বরিজ অ্যানালিটিকার প্রাক্তন কর্মী ক্রিস্টোফার ওয়াইলির তির এবার বিজেপি শরিক নীতীশ কুমারের দল জেডি (ইউ)এর দিকেও। তিনি দাবি করেছেন, কেম্বরিজ অ্যানালিটিকার মূল সংস্থা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ ইন্ডিয়াকে ২০১০ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ-এর হয়ে নির্বাচনী তথ্য বিশ্লেষণ ও কৌশল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল।
ওয়াইলি ট্যুইট করে বিস্তারিত তথ্য দিয়েছেন যাতে দাবি করা হয়েছে, ব্রিটিশ সংস্থা কেম্বরিজ অ্যানালিটিকা ২০০৩ থেকে ভারতে কাজ করে আসছে। ফেসবুক থেকে তথ্য হাতিয়ে ভোটের ফল প্রভাবিত করতে কেম্বরিজ অ্যানালিটিকা কলকাঠি নাড়ে, এমন অভিযোগ সংক্রান্ত প্রচুর তথ্য দিয়েছেন ওয়াইলি।
যদিও জেডি ইউ নেতা কে সি ত্যাগী কেম্বরিজ অ্যানালিটিকার দেওয়া জাতপাত সংক্রান্ত তথ্য কাজে লাগানোর অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছেন, আগেও বলেছি, ফের বলছি, জেডি ইউ ভোটে লড়তে এমন পন্থায় বিশ্বাস করে না। আমরা যেভাবে ভোটে লড়া উচিত, সেভাবেই লড়ি।