নয়াদিল্লি: বিদ্রোহী নেতা শরদ যাদবের সাংসদ পদ খারিজ করার দাবি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিতে চলেছে জেডিইউ। গতকাল পটনার গাঁধী ময়দানে লালুপ্রসাদ যাদবের ডাকে বিজেপি-বিরোধী সমাবেশে শরদ যোগ দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপের কথা ভাবছে দল। জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, অতীতে বিরোধী দলের সভায় যোগ দেওয়ায় মুফতি মহম্মদ সইদ ও উপেন্দ্র কুশওয়াহার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। শরদ বিরোধী দলের সভায় যোগ দেওয়ায় সংবিধানের ১০ নম্বর ধারা অনুসারে দল-বিরোধী কাজের অপরাধে তাঁরও সাংসদ পদ খারিজ হওয়া উচিত।


বিহারে আরজেডি, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন শরদ। তিনি প্রকাশ্যেই নীতীশ কুমারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কয়েকদিন আগেই তাঁকে সতর্ক করে চিঠি দেন ত্যাগী। তিনি চিঠিতে লেখেন, লালুর সভায় শরদ যোগ দিলে সেটা দল-বিরোধী কাজ হবে। ধরে নেওয়া হবে তিনি স্বেচ্ছায় দলীয় সদস্যপদ ছেড়ে দিচ্ছেন।

জেডিইউ-এর প্রতিষ্ঠাতা সদস্য শরদ। তিনিই সবচেয়ে বেশিদিন দলের সভাপতির পদে ছিলেন। গত বছর তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। ২০২২ পর্যন্ত সাংসদ থাকার কথা। জেডিইউ সূত্রে খবর, শরদকে দল থেকে বহিষ্কার করা হবে না। কারণ, তাহলে তিনি সাংসদ পদ ধরে রাখতে পারবেন। তার বদলে দল-বিরোধী কাজের অপরাধে শরদের সাংসদ পদ খারিজ করার দাবি জানাচ্ছে জেডিইউ।