ভিডিও সৌজন্যে ইউটিউব বার নর্তকীদের সঙ্গে অশ্লীল নাচ, বিধায়কের জবাব তলব জেডি(ইউ)-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2016 10:29 AM (IST)
পটনা: জনতা দল ইউনাইটেড বা জেডিইউ-এর বিধায়ক শ্যাম বাহাদুর সিংহকে সম্প্রতি কয়েকজন বার নর্তকীদের সঙ্গে অশ্লীল ভাবে নাচতে দেখা গিয়েছে। সেই নাচের দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। এরপরই দলের বিধায়কের জবাব তলব করেছে জেডিইউ। জেডিইউ সূত্রে খবর শ্যাম বাহাদুর জানিয়েছেন তিনি এক পারিবারিক অনুষ্ঠানে এই বার নর্তকীদের সঙ্গে নেচে ছিলেন। এপ্রসঙ্গে দলের মুখপাত্র অজয় অলোকের দাবি, কোনও পারিবারিক অনুষ্ঠানে বার নর্তকীদের সঙ্গে নাচাটা কোনও অন্যায় নয়। এবং তিনি আরও দাবি করেছেন, যেহেতু, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ করাও সম্ভব নয়। তবে শ্যাম বাহাদুর যেহেতু বিধায়ক, তাই প্রকাশ্যে তাঁর কিছু নিয়ম মেনে চলা উচিত্। এদিকে অভিযুক্ত বিধায়কের দাবি, রবিবার টিভি চ্যানেলে যে ভিডিও দেখানো হয়েছে, তা অনেক পুরনো। তাঁর দাবি, যে ভিডিওতে তাঁকে নাচতে দেখা গিয়েছে, তা দু বছরের পুরনো এবং তাঁকে অপবাদ দেওয়ার জন্যেই এই কাজটি বিরোধীরা করেছে। অভিযুক্ত বিধায়কের দাবি তিনি নাচের জন্যে একাধিকবার ক্ষমাও চেয়ে নিয়েছেন। শ্যাম বাহাদুর সিংহের দাবি, কেউ যদি প্রমাণ করতে পারেন, এই ভিডিওটি নতুন তাহলে তিনি এখনই বিধানসভায় পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন। এছাড়াও তিনি যে টিভি চ্যানেলে ভিডিওটি সম্প্রচার করা হয়েছে, তার বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।