নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড-এর ফল বার করল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি। ৩৬০-এর মধ্যে ৩৩৭ পেয়ে প্রথম হয়েছেন পাঁচকুলার ছেলে প্রণব গোয়েল।
দ্বিতীয় হয়েছেন কোটার সাহিল জৈন, তৃতীয় দিল্লির কৈলাস গুপ্ত। কোটার মীনাল পারেখ ৩১৮ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। রাজ্যের সম্ভাব্য প্রথম কলকাতার দেবজ্যোতি কর। সারা ভারতে তাঁর স্থান ৯২। সম্ভাব্য দ্বিতীয় অভিনন্দন বসু, দেশের মধ্যে তাঁর স্থান ১০৪।
এ বছর ১.৫৫ লাখের মত ছাত্রছাত্রী জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসেন। ২০ মে হয় এই পরীক্ষা, পাশ করেছেন ১৮,১৩৮ জন।
১৫ তারিখ থেকে শুরু হবে আসন বণ্টন। এই প্রথম জেইই অ্যাডভান্সড পুরোপুরি অনলাইনে হয়।
সর্বভারতীয় জয়েন্টের ফল প্রকাশ করল আইআইটি, দেশের সেরা পাঁচকুলার প্রণব, রাজ্যে দেবজ্যোতি
ABP Ananda, Web Desk
Updated at:
10 Jun 2018 12:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -