শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল পাকিস্তানি সন্ত্রাসবাদী। জইশ-ঈ-মহম্মদ গোষ্ঠীর সদস্য সে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে নির্ভরযোগ্য সূত্রে বদগাঁওয়ের ক্রালপোরা চেকপোরায় জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাসি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। আত্মগোপনকারী সন্ত্রাসবাদীরা তাদের নিশানা করে গুলি ছুঁড়তে শুরু করলে তারাও জবাবে গুলি চালায়। এনকাউন্টারে নিহত হয় এক জঙ্গি। তার দেহটি ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। সংঘর্ষস্থল থেকে পাওয়া চাঞ্চল্যকর নথি ঘেঁটে নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়। সে পাকিস্তানি নাগরিক, নাম জারার। সে নিষিদ্ধ জইশের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হওয়ার কথাও জানিয়েছেন পুলিশের মুখপাত্র। তিনি বলেন, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর প্রয়াসে নিখুঁত অপারেশন চালানো হয়েছে বলে গুলিবিনিময়ে তাদের কারও বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি।