মদত লস্করের, জইশের হিট-লিস্টে বিজেপি নেতারা
Web Desk, ABP Ananda | 22 Nov 2017 04:23 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের কয়েকজন মন্ত্রী সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের হত্যা করার লক্ষ্যে একটি তালিকা তৈরি করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সেই তালিকায় একজন মুখ্যমন্ত্রীর নামও রয়েছে। এক্ষেত্রে জইশকে সাহায্য করছে অপর এক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। এক রিপোর্টে এমনই জানা গিয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, জইশ প্রধান মাসুদ আজহার হিট-লিস্টে থাকা রাজনীতিবিদদের হত্যা করার জন্য বিশেষ বাহিনীও তৈরি করেছে। এই রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই রিপোর্টের সত্যতা জানা যায়নি। তবে রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে জইশ ও লস্কর বাংলাদেশে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের ব্যবহার করছে। বিজেপি নেতাদের হত্যা করার লক্ষ্যে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। দু’সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার কান্দি আগলার গ্রামে মাসুদের ভাগনে তলহা রশিদকে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। সে কাশ্মীরে জইশের স্থানীয় কমান্ডার হিসেবে কাজ করছিল। তার সঙ্গে আরও দুই জঙ্গিকে খতম করেছেন নিরাপত্তারক্ষীরা। সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের খতম করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এম ৪ কার্বাইন রাইফেল এবং রাশিয়ায় তৈরি একে-৭৪ রাইফেল উদ্ধার হয়েছে। এই প্রথম কাশ্মীরে এম ৪ কার্বাইন রাইফেল উদ্ধার হল।