শ্রীনগরে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার জইশ জঙ্গি, মাথার দাম ২ লক্ষ টাকা
Web Desk, ABP Ananda | 01 Apr 2019 12:57 PM (IST)
নয়াদিল্লি: শ্রীনগর থেকে সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি পাকড়াও। ফয়াজ আহমেদ লোন নামে গ্রেফতার কুপওয়ারার বাসিন্দার মাথার দাম ২ লক্ষ টাকা। ২০১৫ থেকে পালিয়ে বেড়াচ্ছিল ফয়াজ। তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি হাইকোর্ট একটি মামলায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল, তার খোঁজ চলছিল বলে জানিয়েছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। কুপওয়ারার জনৈক আলি মহম্মদ লোনের ছেলে ফয়াজের গ্রেফতারিকে নিরাপত্তাবাহিনীর বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে।