গত ৩ এপ্রিল এই ঘটনা ঘটে। হরভজনের বন্ধু যতীন্দর শাহ ও পঞ্জাবি সঙ্গীত পরিচালক পূজা সিংহ গুজরাল চণ্ডীগড় থেকে মুম্বই যাচ্ছিলেন। হরভজনের অভিযোগ, বার্নড হোসলিন নামে ওই পাইলট তাঁর মহিলা সহযাত্রীকে জাত তুলে গালিগালাজ করেন। শুধু তাই নয়, তিনি এক প্রতিবন্ধী ব্যক্তিকেও হেনস্থা করেন। ভারতে রোজগার করতে এসে ভারতীয়দের গালিলাগাজ ও হেনস্থা মেনে নেওয়া যায় না। এরপরেই এক বিবৃতিতে ওই পাইলটকে বরখাস্ত করার কথা জানিয়েছে জেট এয়ারওয়েজ। ওই ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
গত সপ্তাহেই জেট এয়ারওয়েজের ভারতীয় পাইলটদের সংগঠন বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেছে। ভারতীয় পাইলটদের তুলনায় বিদেশি পাইলটরা বেশি সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং বর্ণবিদ্বেষমূলক আচরণ করছেন বলে অভিযোগ করেছে ভারতীয় পাইলটদের সংগঠন। সংশ্লিষ্ট পাইলটদের শাস্তিও দাবি করা হয়েছে। এরই মধ্যে হরভজনের অভিযোগ এই বিতর্কে নয়া মাত্রা যোগ করল।