তিন দিন আগে মুম্বই থেকে লন্ডনগামী ৯ ডব্লু-১১৮ উড়ানের হঠাত্ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ছিলেন ৩৩০ যাত্রী ও ১৫ কর্মী।
জেট এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থা কাজ না করায় বোয়িং-৭৭৭-এর পাইলটের সঙ্গে এটিসি-র সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কয়েক মিনিটের মধ্যেই ওই ব্যবস্থা ফের স্থাপন করা হয়। কোনওরকম ঝঞ্জাট ছাড়াই বিমানটি গন্তব্যে অবরতণ করে।
বেসরকারি বিমান পরিবহণ সংস্থা সংশ্লিষ্ট বিমানের পাইলটের নাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রোস্টারের বাইরে রেখেছে। পুরো ঘটনাটি ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-রে জানানো হয়েছে।