মাঝ আকাশে ঝগড়া, ২ পাইলটকে বরখাস্ত করল জেট এয়ারওয়েজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jan 2018 01:52 PM (IST)
নয়াদিল্লি: চলন্ত বিমানের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়া দুই সিনিয়র পাইলটকে জেট এয়ারওয়েজ বরখাস্ত করল। ১ তারিখ মুম্বই থেকে লন্ডনগামী উড়ানে মাঝ আকাশে এঁদের প্রচণ্ড ঝামেলা হয়। ঝগড়া চলাকালীন এক পাইলট তাঁর মহিলা সহকর্মীকে থাপ্পড় মারেন। শোনা যাচ্ছে, তাঁদের দু'জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ঘটনার পর তাঁদের বসিয়ে দেয় ওই বিমান সংস্থা। এরপর আজ এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ জানিয়েছে, দুজনকেই বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। যদিও গত সপ্তাহে বিমান সংস্থাটির মুখপাত্র দাবি করেন, দুই ককপিট ক্রুর মধ্যে কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়, তা ভালভাবে মিটেও যায় দ্রুত।