নয়াদিল্লি: নতুন ব্যবসায়িক প্রকল্পে হাত মেলাল দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা জেট এয়ারওয়েজ ও অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা সংস্থা উবের। জানা গিয়েছে, এবার থেকে জেট এয়ারওয়েজের অ্যাপের মাধ্যমে বিমানের টিকিট বুকিং করার সময়ই আগে থেকে উবের বুকিংও করা যাবে।


অর্থাৎ, মনে করা যাক, কোনও যাত্রী কলকাতা থেকে জেটের বিমানে দিল্লি যাচ্ছেন। তিনি অ্যাপের মাধ্যমে যদি বিমানের টিকিট কাটেন, তাহলে সেখান থেকেই প্রথমে কলকাতায় তাঁর বাড়ি বা হোটেল থেকে বিমানবন্দরের জন্য উবের বুক করতে পারবেন। একইভাবে, দিল্লিতে নেমে সেখানেও জেটের অ্যাপের মাধ্যমেই বিমানবন্দর থেকে গন্তব্য পর্যন্ত উবের বুক করতে পারবেন।


প্রকল্পে প্রথম ব্যবহারকারীদের জন্য বিশেষ অফারও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাঁরা প্রথমবার ওই অ্যাপের মাধ্যমে বিমান ও উবের বুক করবেন, তাঁরা উবেরে প্রথম তিনটি রাইডে ১৫০ টাকা ছাড় পাবেন।