নোট বাতিল, জিএসটিতে লোকসানের জের? মহারাষ্ট্রে সোনার কারবারীর আত্মহত্যা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Mar 2018 09:38 PM (IST)
মুম্বই: নোট বাতিল, জিএসটির ধাক্কায় ক্ষতির জেরে আত্মহত্যা? ৩২ বছর বয়সি এক সোনাদানার কারবারীর আত্মহত্যা ঘিরে এমন প্রশ্নই সামনে আসছে। পুলিশ জানিয়েছে, কারাদের বাসিন্দা রাহুল রাজারাম নামে ওই স্বর্ণ ব্যবসায়ী পশ্চিম মহারাষ্ট্রের সাতারা জেলার শিরভাদে স্টেশনের কাছে মিরাজগামী মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। রাহুল নাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনকে জানিয়ে গিয়েছেন যে, বিমুদ্রাকরণ, জিএসটির জন্য লোকসানে মার খেয়েছে তাঁর ব্যবসা, তিনি পরিত্রাণের রাস্তা খুঁজে পাননি। যদিও যে মোবাইল ফোন থেকে তিনি এই বার্তা পোস্ট করেছিলেন, রহস্যজনকভাবে সেটির হদিশ নেই।
রেল পুলিশের সুপার প্রভাকর বুধওয়াত বলেছেন, ওই ব্যবসায়ীর আত্মহত্যার তদন্তে খতিয়ে দেখা হবে, তাঁর পোস্ট করা ওই বক্তব্য কতদূর সঠিক।
ময়না তদন্তের পর তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -