জামশেদপুর: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডের একটি সরকারি হাসপাতালে গত এক মাসে ৫২ টি শিশুর মৃত্য হয়েছে বলে জানা গিয়েছে। জামশেদপুরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৩০ দিনে ৫২ টি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতালের সুপারিনটেন্ডেমন্ট এই মৃত্যুর জন্য অপুষ্টিকেই দায়ী করেছেন। হাসপাতালটি তৈরি হয়েছিল ১৯৬১-তে। ১৯৭৯-তে বিহার সরকার এই হাসপাতালটি অধিগ্রহণ করেছিল। ২০১০ থেকে চাইবাসার কোলহন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয় হাসপাতালটি। উল্লেখ্য, গত ১০ ও ১১ আগস্ট গোরক্ষপুরের বামা রাঘব দাস হাসপাতালে ৪৮ ঘন্টার মধ্যে ৩০ টি শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অক্সিজেন সরবরাহের অভাবে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।