রাঁচি: একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌন নিগ্রহ, তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে, সেও নাবালিকা! ছেলের বিরুদ্ধে এমনই অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে ঝাড়খন্ড বিজেপি-র সভাপতি তালা মারান্ডি। গত মাসেই তালাকে রাজ্যে বিজেপির ভার দেওয়া হয়েছে।
তালার ছেলে মুন্নার বিরুদ্ধে গোড্ডা জেলায় আদালতে মামলা করেছে মেয়েটি। তার অভিযোগ, তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাকে প্রথমে একটি মোবাইল উপহার দেয় মুন্না, যাতে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যায়। ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে দু বছরের ওপর তার ওপর যৌন নিগ্রহ চালায় সে। কিন্তু তারপর বিয়ের প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়ে আরেকটি মেয়েকে বিয়ের সিদ্ধান্ত নেয়। এটা জেনেই সে অভিযোগ দায়ের করে।
গত মঙ্গলবারই বিয়ে করে মুন্না। অভিযোগ, পাত্রীর বয়স মাত্র ১১! যৌন নিপীড়নের অভিযোগ আনা মেয়েটি বুধবারই ঝাড়খন্ড মহিলা কমিশনের দরজায় যায়। কমিশনের চেয়ারপার্সন মহুয়া মাঝি মেয়েটিকে অভিযোগ খতিয়ে দেখে সুবিচারের আশ্বাস দিয়েছেন। কমিশন সূত্রের খবর, ছেলের নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে তালাকেও নোটিস দেওয়া হতে পারে। তালার ছেলের কাজ-কারবারে মুখ্যমন্ত্রী রঘুবর দাসও ক্ষুব্ধ বলে শোনা যাচ্ছে। বিয়ের দিন গোড্ডাতেই ছিলেন তিনি, কিন্তু বিয়ের রিসেপশনে যাননি।
গোটা ঘটনায় এখনও মুখে কুলুপ রাজ্য বিজেপির। বিরোধীরা সুর চড়াচ্ছে। ঝাড়খন্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক দুবের দাবি, যৌন নিগ্রহ, নাবালিকাকে বিয়ের অভিযোগের সঠিক তদন্ত করতে হবে। পাশাপাশি বিজেপির উচিত রাজ্য সভাপতিকে বরখাস্ত করা।
একটি মেয়েকে যৌন নিগ্রহ করে নাবালিকাকে বিয়ে ছেলের! বিতর্কে ঝাড়খন্ড রাজ্য বিজেপি সভাপতি
web desk, ABP Ananda
Updated at:
01 Jul 2016 09:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -