রাঁচি:উত্তরপ্রদেশে একটি খোলা ট্রাকে আউরিয়া দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পাঠানোর ঘটনায় তিনি স্তম্ভিত। এমনই মন্তব্য করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরিযায়ী শ্রমিকদের প্রতি এ ধরনের আচরণ অমানবিক বলেও মন্তব্য করেছেন তিনি।
গত ১৬ মে চুনের বস্তাভর্তি ট্রেলার ট্রাকে চড়ে আসছিলেন একদল পরিযায়ী শ্রমিক। পথে ওই ট্রেলার ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ২৬ জনেরর মৃত্যু হয়। উত্তরপ্রদেশের আউরিয়ার টিকাউলি গ্রামে শিবজি ধাবার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃতদের সঙ্গে আহত পরিযায়ী শ্রমিকদের একই ট্রাকে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেমন্ত বলেছেন, এটা খুবই লজ্জার ব্যাপার যে উত্তরপ্রদেশ সরকার মৃতদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারল না।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ট্যুইট- ‘আমাদের পরিযায়ী শ্রমিকদের প্রতি এই অমানবিক আচরণ এড়ানো যেত। উত্তরপ্রদেশ সরকার ও নীতীশ কুমারজীর কাছে ঝাড়খণ্ডের সীমানা পর্যন্ত মৃতদের দেহ পরিবহণের উপযুক্ত বন্দোবস্তের অনুরোধ করছি। আমরা বোকারোতে তাঁদের বাড়িতে মর্যাদার সঙ্গে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করব’।
সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর ছবি ছড়িয়ে পড়ার পর উত্তরপ্রদেশ প্রশাসন মৃতদেহগুলির জন্য অ্যাম্বলেন্সের ব্যবস্থা করে।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় রাজ্যের নিহতদের পরিবারবর্গকে চার লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
‘অমানবিক’, খোলা ট্রাকে আউরিয়ার নিহতদের দেহ পাঠানোর নিন্দা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2020 07:08 PM (IST)
উত্তরপ্রদেশে একটি খোলা ট্রাকে আউরিয়া দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পাঠানোর ঘটনায় তিনি স্তম্ভিত। এমনই মন্তব্য করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরিযায়ী শ্রমিকদের প্রতি এ ধরনের আচরণ অমানবিক বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -