ঝরিয়া: ঝাড়খণ্ডের ঝরিয়াতে মাটি ধসে নিখোঁজ বাবা ও ছেলে। প্রতিবাদে রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। আজ সকাল ৮টা নাগাদ ইন্দিরা চকে ঝরিয়া মেন রোডে দশ বছরের ছেলে রহিমকে নিয়ে চায়ের দোকানে যান স্থানীয় বাসিন্দা বাবলু আনসারি। আচমকাই মাটি ধসে গর্তের ভেতর ঢুকে যায় রহিম। ছেলেকে বাঁচাতে গিয়ে ওই গর্তে ঢুকে যান বাবলুও। এরপরই মাটির নিচ থেকে বেরিয়ে আসতে থাকে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। আগুনের হলকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘণ্টাখানেক পরে খনি উদ্ধারকারী দল এলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, মাটির নিচে ততক্ষণে তৈরি হয়েছে গভীর গর্ত। অভিযোগ, তাপমাত্রা অত্যন্ত বেশি থাকায় উদ্ধারকাজ শুরুই করতে চাননি কর্মীরা। প্রতিবাদে ঝরিয়া-সিন্ধ্রি রোড অবরোধ করে শুরু হয় গাড়ি ভাঙচুর। ধানবাদ সিটির এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে তিনটি মাটি কাটার মেশিন দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। যদিও, উদ্ধারকারী দলের দাবি, গর্তটি প্রায় দেড় হাজার ফুট গভীর হওয়ায় দুর্ঘটনাগ্রস্ত দু’জনকে উদ্ধার করা প্রায় অসম্ভব। কিন্তু খোঁজ মেলেনি বাবা-ছেলের। এই ঘটনায় বিসিসিএলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ঝাড়খণ্ড: দেড় হাজার ফুট খনি-গর্তে তলিয়ে গেল বাবা, ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Updated at: 24 May 2017 06:26 PM (IST)