পটনা: বড় ছেলে তেজপ্রতাপের বিয়ের অনুষ্ঠানের মধ্যেই সুখবর আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের। পশুখাদ্য মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদের ছয় সপ্তাহের শর্তাধীন জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। স্বাস্থ্যের কারণেই তাঁকে এই জামিন দিল আদালত।
এর আগে গত বৃহস্পতিবার ছেলের বিয়ের জন্য রাঁচি জেল কর্তৃপক্ষ তাঁর তিন দিনের জামিন মঞ্জুর করে।
বৃহস্পতিবার সন্ধেতেই পটনায় পৌঁছন লালু। আগামী ১২ মে তেজপ্রতাপের বিয়ে।
এরইমধ্যে রাঁচি ঝাড়খণ্ডে স্বাস্থ্যের কারণে জামিন মঞ্জুরের আর্জি জানিয়ে সওয়াল করেন লালুপ্রসাদের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং প্রভাত কুমার। আইনজীবীরা লালুর ১২ সপ্তাহের জামিনের আর্জি জানান। যদিও আদালত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে।
প্রভাত কুমার এ কথা জানিয়েছেন। তবে আদালত জানিয়েছে, এই শর্তাধীন জামিন পর্বের মধ্যে কোনও রাজনৈতিক সভায় ভাষণ দিতে পারবেন না লালুপ্রসাদ।
তিনদিন প্যারোল শেষ হওয়ার পর লালুপ্রসাদকে রাঁচি জেলে ফিরতে হবে। আদালতের নির্দেশ জেলে পৌঁছলে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে জামিনে ছাড়া হবে।
গত বছরের ২৩ ডিসেম্বর থেকে লালু বিভিন্ন পশুখাদ্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে রাঁচির বীরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন।
জামিনের খবর তখন পটনার বাড়িতে পৌঁছয় তখন লালুপ্রসাদ যোগগুরু রাজদেবের সঙ্গে কথা বলছিলেন। তেজপ্রতাপের বিয়েতে থাকার কথা রামদেবের।
লালুর জামিনের খবরে উচ্ছ্বসিত আরজেডি-ও। দলের মুখপাত্র মনোজ ঝা বলেছেন, এটা সবে শুরু মাত্র। সমস্ত মামলাতেই লালুপ্রসাদ রেহাই পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। ঝা বলেছেন, বিচার বিভাগের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে।
স্বাস্থ্যের কারণে ছয় সপ্তাহের জামিন পেলেন লালুপ্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 May 2018 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -