নয়াদিল্লি: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পরিষদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন হেমন্ত সোরেন। মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী জেএমএম বিধায়করা হেমন্তকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেন। ভোটের আগেই জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের ভোটে জোটের জয়ের ফলে হেমন্ত রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
হেমন্ত সোরেন সহ  জোটের নেতারা আজ  রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। হেমন্ত সোরেন জানিয়েছেন, শপথ গ্রহণ হবে ২৯ ডিসেম্বর।  তিনি বলেছেন, আমরা ৫০ জন বিধায়কের সমর্থনে  ঝাড়খণ্ডে সরকার গঠনের দাবি জানিয়েছি। আমরা রাজ্যপালকে রাজ্য সরকার গঠনের জন্য আমাদের ডাকার অনুরোধ জানিয়েছি। শপথগ্রহণ অনুষ্ঠান হবে ২৯ ডিসেম্বর।



এদিকে, জোটের পক্ষে আরও খুশির খবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম) জোটকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছে। এবারের বিধানসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছে জেভিএম।



এদিন সন্ধেয় জেএমএমের বর্ষীয়ান নেতা শিবু সোরেনের বাসভবনে জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা।
তিন দলের জোট এবারের নির্বাচনে রাজ্য বিধানসভার ৮১ আসনের মধ্যে ৪৭ টিতে জিতেছে। জেএমএম পেয়েছে ৩০ আসন। কংগ্রেস ১৬ ও আরজেডি ১ আসনে জয়ী হয়েছে।
বিজেপি পেয়েছে ২৫ আসন। আজসু দুটি, জেভিএম তিনটি এবং অন্যান্যরা চার আসনে জয়ী হয়েছে।

সূত্রের খবর, আগামী ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন।