জামশেদপুর: মে মাসে ফেসবুকে লিখেছিলেন, বন্ধুদের জন্য বিফ পার্টি করার ইচ্ছে। স্রেফ এই কারণে জামশেদপুরের গ্র্যাজুয়েট স্কুল কলেজ ফর উওমেন সরিয়ে দিল এক আদিবাসী শিক্ষককে।
অভিযোগকারী শিক্ষকের নাম জীতরাই হাঁসদা। কলেজ তাঁর মন্তব্যের জন্য শো কজ করে তাঁকে। জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁর চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় তারা।
রাজ্য সরকার গো হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর ফেসবুকে একটি পোস্ট করেন জীতরাই। তাতে লেখেন, বন্ধুদের জন্য বিফ পার্টি দিতে চান তিনি। কিন্তু এই মন্তব্য ভাল চোখে দেখেনি রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ও অন্যান্য দক্ষিণপন্থী গোষ্ঠী। কলেজ ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা দাবি করে, তখনই বরখাস্ত করা হোক ওই শিক্ষককে।
প্রথমে ফেসবুকে করা মন্তব্যের জন্য তাঁকে শো কজ করে কলেজ কর্তৃপক্ষ। তারপর আর তাঁর চুক্তি বাড়ানো হয়নি। জীতরাইয়ের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের আচরণ অপেশাদারের মত। এর বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ফেসবুকে বিফ পার্টি করার ইচ্ছেপ্রকাশ করে চাকরি খোয়ালেন ঝাড়খণ্ডের আদিবাসী শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2017 09:27 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -