নয়াদিল্লি: ২০০৯ সালে তথ্যপ্রযুক্তি কর্মী জিগিষা ঘোষ হত্যা মামলায় তিন জনকে দোষী সাব্যস্ত করল দিল্লির একটি আদালত। তাদের নাম রবি কপূর, অমিত শুক্লা এবং বলজিৎ সিংহ মালিক।

 

অতিরিক্ত দায়রা বিচারক সন্দীপ যাদব তাঁর রায়ে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে জিগিষাকে খুন করে তাঁর দেহ একটি ঝোপে ফেলে দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, ছিনতাই, জালিয়াতির অভিযোগ ছিল। সেই সব অভিযোগই প্রমাণিত হয়েছে। ২০ অগাস্ট সাজা ঘোষণা হবে।

 

২০০৯ সালের ১৮ মার্চ ভোর চারটেয় দিল্লির বসন্ত বিহার অঞ্চলে জিগিষার বাড়ির সামনে তাঁকে নামিয়ে দেয় অফিসের গাড়ি। এরপরেই তাঁকে অপহরণ করে খুন করা হয়। তিন দিন পরে হরিয়ানার সুরজকুণ্ড অঞ্চল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। জিগিষাকে খুন করার পর তাঁর দুটি মোবাইল ফোন, টাকা, ক্রেডিট ও ডেবিট কার্ড হাতিয়ে নেয় অপহরণকারীরা।

 

এই মামলাতেই তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল। রবি, অমিত ও বলজিতের পূর্ব জীবন এবং কারাগারে থাকাকালীন অবস্থায় আচরণের রিপোর্ট দেওয়ার জন্য দিল্লির স্বরাষ্ট্র সচিবকে একজন আধিকারিক নিয়োগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।