কোট্টাম: প্রেমে প্রত্যাখ্যান, প্রেমিকা সহ নিজেকে জ্বালিয়ে দিলেন তরুণ। ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টামে। মেয়েটি সেখানকার এক ফিজিওথেরাপি ইস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী। ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের আদর্শ কোল্লামের নিন্দাকারার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরেই মেয়েটির প্রতি আকৃষ্ট ছিল। ঘটনার দিন ছেলেটি মেয়েটির ক্লাসে এসে তার সঙ্গে গল্প করতে চায়। কিন্তু মেয়েটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় রেগে যায় ওই তরুণ। এরপরই ২১ বছরের ফিজিওথেরাপির ওই ছাত্রীকে ধাওয়া করে তাকে জড়িয়ে ধরে গায়ে পেট্রোল ঢেলে দেয় ওই তরুণ। তারপরই গায়ে আগুন জ্বালিয়ে দেয় ওই তরুণ। আক্রান্ত দুজনকেই সেখানকার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের আঘাত এতটাই গুরুতর ছিল যে শেষরক্ষা হয়নি। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে, কারণ তাঁরা ছাত্রীটি ও ওই তরুণকে বাঁচাতে গিয়েছিল। আপাতত তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন।