প্রাইম মেম্বারদের জন্য জিও-র অফার, আগামী এক বছর নিখরচায় বহাল থাকবে এই সুবিধা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2018 09:13 PM (IST)
নয়াদিল্লি: জিও তাদের প্রাইম মেম্বারদের জন্য দিল আরও একটি খুশির খবর। কাল,অর্থাত ৩১ মার্চের পরও জিও-র প্রাইম গ্রাহকরা সমস্ত প্রাইম অফারই পাবেন। রিলায়েন্স জিও কাদের প্রাইম মেম্বারশিপ এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে এবার কোম্পানি ওই গ্রাহকদের এই অফার ফ্রি করার কথা জানিয়েছে। এর আগে গ্রাহকদের এই মেম্বারশিপ পেতে গ্রাহকদের ৯৯ টাকা দিতে হত। কিন্তু এবার বর্তমান প্রাইম গ্রাহকরা এবার নিখরচায় এই সুবিধা পাবেন। এই অফারে জিও-র বর্তমান প্রাইম গ্রাহকরা ২০১৯-র মার্চ পর্যন্ত প্রাইম মেম্বারই থাকবেন এবং উল্লেখযোগ্য ব্যাপার হল যে তাঁরা এই সুবিধা নিখরচায় পাবেন। উল্লেখ্য, এর আগে আগামী ৩১ মার্চ প্রাইম মেম্বারশিপ শেষ হওয়ার দিন ছিল। এমনিতে ওই গ্রাহকরা নয়া অফারের অপেক্ষায় ছিলেন। অফার শেষ হওয়ার একদিন আগেই কোম্পানি এই সুবিধার কথা জানিয়ে দিল। প্রাইম মেম্বারদের প্রাপ্ত সুবিধা জিও প্রাইম মেম্বারদের খুবই সস্তা ও বিশেষ ট্যারিফ প্ল্যান দেয় এতে VoLTE সার্ভিসের আওতায় ভয়েস কল ফ্রি পাওয়া যায়