নয়াদিল্লি: রিলায়েন্স জিও, মোবাইল পরিষেবা ক্ষেত্রে মস্ত বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে টক্কর দিয়ে বাজারে টিকে থাকতে গেলে সব সার্ভিস প্রোভাইডারকে তাঁদের ডেটা প্ল্যান আরও আকর্ষণীয় করার কথা ভাবতেই হবে। মন্তব্য ভারত সঞ্চার নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তবের।
ইতিমধ্যেই গ্রাহকদের জন্য বিশেষ ৩জি ডেটা প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। যেখানে, সংস্থার বড় ইন্টারনেট প্যাক গ্রাহকরা এক দিনে প্রতি জিবি ডাউনলোড করতে পারবেন এক টাকারও কম খরচে। ১ হাজার ৯৯ টাকায় পাওয়া যাবে আনলিমিটেড ৩জি ডেটা। পাশাপাশি, ল্যান্ডলাইন গ্রাহকরা দেশের মধ্যে রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত যে কোনও নেটওয়ার্কে ফোন করতে পারবেন যত খুশি। এর আগে বিএসএনএল-এর ল্যান্ড লাইন থেকে দেশের মধ্যে যে কোনও নেটওয়ার্কে যত খুশি ফোন করা যেত শুধু রবিবার। কিন্তু রিলায়েন্স জিও-র মতো বিনা পয়সায় ৬ মাস মোবাইলে কথা বলা যাবে কি না, সে প্রশ্নের উত্তরে বিএসএনএল-এর এমডি বলেন, বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা রয়েছে। আগামী ২-৩ মাস বাজারের ওপর নজর রাখার পরই বিষয়টি নিয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
রিলায়েন্স জিও-র সঙ্গে টক্কর দিয়ে টিকে থাকতে আকর্ষণীয় করতে হবে ডেটা প্ল্যান: বিএসএনএল
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2016 05:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -