নয়াদিল্লি: জিও গ্রাহকদের জন্য সুখবর। ৩১ মার্চের বদলে প্রাইম মেম্বারশিপ নেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল করা হল। আজ সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। মুকেশ অম্বানির সংস্থা আরও জানিয়েছে, ১৫ এপ্রিলের আগে যে গ্রাহকরা ৩০৩ টাকা দেবেন, তাঁদের আরও তিন মাস বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।

জিও-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত ৭ কোটি ২০ লক্ষ গ্রাহক প্রাইম মেম্বারশিপ নিয়েছেন। ৩১ মার্চের মধ্যে যে গ্রাহকরা প্রাইম মেম্বার হতে পারেননি, তাঁরা প্রথমে ৯৯ টাকা দিয়ে ৩০৩ টাকা বা অন্য প্ল্যানের গ্রাহক হওয়ার সুযোগ পাবেন।

গ্রাহকদের এক চিঠিতে মুকেশ জানিয়েছেন, ১৫ এপ্রিলের আগে জিও-র ৩০৩ বা এর চেয়ে বেশি প্ল্যানে যাঁরা রিচার্জ করবেন, তাঁরা প্রথম তিন মাস বিনামূল্যে এই পরিষেবা পাবেন। জুলাই মাস থেকে তাঁদের আবার রিচার্জ করতে হবে।

মুকেশ আরও বলেছেন, জিও বিশ্বের বৃহত্তম গ্রিনফিল্ড ৪জি এলটিই অ্যায়ারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরি করেছে। এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার বসানো হয়েছে। ভবিষ্যতে আরও এক লক্ষ টাওয়ার বসানো হবে। গ্রিনফিল্ডে ২ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে।