জয়পুর ও মুম্বই: টেলি পরিষেবা প্রদানকারী কোম্পানি রিলায়েন্স জিও-র গ্রাহকদের ব্যক্তিগত তথ্য একটি ওয়েবসাইটে ফাঁসের অভিযোগে জড়িত সন্দেহ রাজস্থান থেকে ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মাঝপথেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তার ডাকনাম ইমরান চিপ্পা। রাজস্থানের চুরু জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজানগঢ়ে শহরের বাসিন্দা চিপ্পা ম্যাজিকাপিকে নামে ওই ওয়েবসাইট তৈরি করে। ওই ওয়েবসাইটে জিও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে বলে ধৃত দাবি করে।
যদিও জিও গ্রাহক তথ্য ফাঁসের অভিযোগ মানতে চায়নি। তারা ওই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলে খারিজ করে দিয়েছে।
এরইমধ্যে দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে চুরুতে পৌঁছয় এবং গতকাল রাতে চিপ্পাকে গ্রেফতার করে। অতিরিক্ত এসপি যোগেন্দ্র কুমার ফৌজদার বলেছেন, তথ্য ফাঁসের মামলায় চিপ্পাকে গ্রেফতার করা হয়েছে।
তথ্য ফাঁসের দাবির পর ওই ওয়েবসাইটের ডোমেন সাসপেন্ড করা হয়।
মুম্বই পুলিশ জানিয়েছে, তথ্য ফাঁসের জন্য চিপ্পার ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁকে পুঙ্খানুপুঙ্খভাবে জেরা করা হচ্ছে।
জিও-র তথ্য ফাঁসের অভিযোগে গ্রেফতার রাজস্থানের যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2017 12:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -