নয়াদিল্লি : জিও-র আগমনে টেলিকম পরিষেবার ক্ষেত্রে ভোলবদল ঘটে গিয়েছে। সস্তায় বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহক সংখ্যা বাড়াচ্ছে জিও। টক্কর দিতে নয়া নয়া প্ল্যান আনছে অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।এবার জিও-র ৩৯৯ টাকার ‘ধন ধনা ধন’ অফারকে পাল্লা দিতে নয়া অফার দিল এয়ারটেল। ৩৯৯ টাকায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা প্ল্যান ঘোষণা করল এয়ারটেল। এই প্ল্যান ফোর জি সিমের ক্ষেত্রেই প্রযোজ্য।এয়ার টেলের নয়া প্ল্যান অন্য অফারের সঙ্গে যুক্ত হবে না।
এর আগে জিও-কে টেক্কা দিতে ভোডাফোন, আইডিয়া এবং এয়ারসেলও ৮৪ দিনের বৈধতার ৮৪ জিবি ডেটার অফার দিয়েছে। এবার এয়ারটেলও সেই পথেই পা বাড়াল।
এয়ারটেলের নয়া ৩৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটার পাশাপাশি পাওয়া যাবে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধাও। যদিও এক্ষেত্রে শর্তও থাকছে। এয়ারটেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে ১০০০ মিনিটের বেশি কল করা হলে ওই সপ্তাহের বাকি দিনগুলির জন্য এয়ারটেল থেকে এয়ারটেলে মিনিটে ১০ পয়সা ও এয়ারটেল থেকে অন্য নেটওয়ার্কে মিনিটে ৩০ পয়সা করে দিতে হবে।
জিও ৩৯৯ প্ল্যান
ধন ধনা ধন অফার অনুযায়ী গ্রাহকদের ৩৯৯ টাকার রিজার্চ করতে হবে। এতে গ্রাহকরা তিনমাসের জন্য আনলিমিটেড ভয়েস কল ও দৈনির ১ জিবি করে ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা পাবেন। প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
ভোডাফোন ৩৫২ টাকার প্ল্যান
প্রথমে এই প্ল্যানের দাম ৪৪৫ টাকা। এর মাধ্যে ছাত্ররা ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল ও প্রত্যেকদিন ১ জিবি ৩জি বা ৪ জি ডেটা সহ অন্যান্য সুবিধা পাবে। এরপর ৩৫২ টাকা রিজার্জে ৮৪ দিনের বৈধতায় এই সব সুবিধা পাওয়া যাবে। দিল্লিতে প্রথমে চালু হওয়ার পর এই প্ল্যান শীঘ্রই দেশের অন্যান্য শহরেও পাওয়া যাবে। এই প্ল্যানেও দৈনিক ও সাপ্তাহিক কলের সীমা রয়েছে।
আইডিয়া ৪৫৩ প্ল্যান
আইডিয়া-র এই প্ল্যানে গ্রাহকরা ৪৫৩ টাকার প্ল্যানে ৮৪ জিবি ডেটা ও আনলিমিটেজ কলের সুযোগ পাবেন। এই প্ল্যানেও দৈনিক ও সাপ্তাহিক কলের সীমা রয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জিও-কে টক্কর দিতে এয়ারটেলও নিয়ে এল ৩৯৯ টাকার প্ল্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2017 09:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -