কাঠুয়া: বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা যেভাবে জম্মুতে এসে ঘাঁটি গাড়ছে তাতে উদ্বেগপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তাঁর আশঙ্কা, জম্মুর জনবিন্যাস বদলে ফেলার লক্ষ্যেই নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আগ্রহী কিছু লোক রোহিঙ্গাদের এখানে এনে বসাচ্ছে।

অথচ এরাই পশ্চিম পাকিস্তানের হিন্দু শরণার্থীদের পরিচয়পত্র দিতে আপত্তি করছে বলে জিতেন্দ্রর অভিযোগ।

কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, মায়ানমার থেকে এসে জম্মুতে আশ্রয় নেওয়া এইসব রোহিঙ্গা মুসলিমদের পূর্ব পরিচয় খতিয়ে দেখা হোক। দেখা হোক, কোন যুক্তিতে এদের এখানে এনে বসানো হচ্ছে। এ ব্যাপারে বিশদে তদন্তেরও দাবি করেছেন তিনি।