নৃশংস! জওয়ান হত্যা, অঙ্গচ্ছেদের নিন্দা, অগ্রাধিকার দেওয়া উচিত সেনার মানবাধিকারকে, বললেন জিতেন্দ্র সিংহ
web desk, ABP Ananda | 29 Oct 2016 06:48 PM (IST)
জম্মু: নিহত ভারতীয় সেনা জওয়ানের দেহ অঙ্গচ্ছেদ করে বিকৃত করে দেওয়াকে ‘নৃশংস’ বলে নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। এর থেকে খারাপ, জঘন্য কিছু হতে পারে না বলে মন্তব্য করে তিনি সাংবাদিকদের সামনে এও বলেন, আমি মনে করি, সেনা জওয়ানদের মানবাধিকারকে সবসময় অন্য যে কারও মানবাধিকারের তুলনায় অগ্রাধিকার দিতে হবে। গতকাল কাশ্মীরের কুপওয়ারার মাচিল সেক্টরে পাক সেনাদের কভার ফায়ারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভিতরে ঢুকে মনদীপ সিংহ নামে এক ভারতীয় সেনা জওয়ানকে হত্যা করে তাঁর অঙ্গচ্ছেদ করে। এই বর্বরোচিত আচরণের নিন্দা হচ্ছে সর্বত্র। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ধীরে ধীরে গোটা বিশ্ব ভারতের মতামতই মানছে। পাকিস্তানের চেহারা উন্মোচিত হয়েছে। জম্মু-কাশ্মীর ভারতের অঙ্গ, কিছুতেই এটা মেনে নিতে পারছে না ওরা। সীমান্তে যে কোনও ধরনের হুমকির জবাব দিতে নিরাপত্তা বাহিনী, সরকার যে সক্ষম, দেশবাসী এ ব্যাপারে নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি। এও বলেন, পাকিস্তান যত বেশি সত্য অস্বীকার করে যাবে, ততই নিজের ক্ষতি করবে। ভারতীয় জওয়ানদের ওপর পাশবিক, হিংস্র অত্যাচার নতুন নয়। ২০১৩ সালেও জম্মু কাশ্মীরের মেনধর সেক্টরে এক ভারতীয় জওয়ানের মাথা কেটে নিয়েছিল, আরেকজনের দেহ বিকৃত করে দিয়েছিল পাক সেনারা।