হরিয়ানা: সরকার গঠনের পর বিজেপি-র সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব এখনও কাটেনি, এরই মধ্যে শরিক দল জননায়ক জনতা দলে (জেজেপি) ফাটল। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে জেজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রাম কুমার গৌতম।


মনোহরলাল খট্টরের মন্ত্রিসভার সদস্য হওয়ার দৌড়ে ছিলেন রাম কুমার। তবে শেষ পর্যন্ত তাঁকে মন্ত্রী করা হয়নি। বিজেপি শরিক জেজেপি-র শীর্ষনেতা দুষ্যন্ত হরিয়ানা সরকারে ডেপুটি হলেও ভাগ্যে শিঁকে ছেড়েনি রাম কুমারের। একাই এগারো দফতরের মন্ত্রী হয়ে বসে আছেন দুষ্যন্ত। শীর্ষনেতার এই একাধিপত্যের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দলের উচ্চপদ থেকে পদত্যাগ করেছেন বিধায়ক রাম কুমার গৌতম।


সংবাদসংস্থাকে প্রতিক্রিয়ায় রাম কুমার জানান, মন্ত্রী না হওয়ায় তাঁর কোনও ক্ষোভ নেই। তবে গুরুগ্রামের একটি মলে যেভাবে দল ও বিজেপির জোট নিয়ে ফয়সালা হয়ে গেল, তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। দুষ্যন্তকে রাম কুমারের তোপ, “তিনি ভুলে গিয়েছেন বিধায়কদের ক্ষমতাবলেই উঁনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন।” দল বিপথে যাচ্ছে। দলের গতিবিধি-তে একেবারেই খুশি নন। আর সেকারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সংবাদসংস্থাকে জানিয়েছেন একদা দুষ্যন্তের সতীর্থ রাম কুমার গৌতম।


প্রসঙ্গত, হরিয়ানায় ৯০ বিধানসভায় ৪০ আসনে জয়ী হয় বিজেপি। ১০টি আসন পায় জননায়ক জনতা পার্টি। এই ১০ আসন পাওয়া জেজেপি-র হাত ধরেই হরিয়ানায় ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় বিজেপি।