শ্রীনগর: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মৃত্যু এক জঙ্গির। আহত দুই সেনা জওয়ান। রবিবার মাঝরাতে সোপিয়ানের ওয়াঙ্গামে জঙ্গি অনুপ্রবেশের খবর মেলে। তারপর সোমবার ভোররাত থেকে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। মৃত্যু হয় সাদ্দাম হুসেন নামে এক জঙ্গির। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, প্রচুর কার্তুজ ও বিস্ফোরক।
এএনআই সূত্রে খবর, আহত ভারতীয় সেনা জওয়ানদের ঘটনাস্থলে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। প্রসঙ্গত, গতমাসে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে পাকিস্তানের তরফে।
রবিবারও পুঞ্চ ও কৃষ্ণঘাটি সেক্টরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাক সেনাবাহিনী।অনুপ্রবেশ রুখে দেয় বিএসএফ। যদিও পাক সেনার গুলিতে দুই ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়, আহত হয় পাঁচজন। গুলি ও মর্টারের ঘায়ে আহত হন এক যুবতী-সহ তিনজন নিরীহ ভারতীয় নাগরিক।
তবে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকেও। ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ সেক্টরে পাকিস্তানি পোস্টগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে।
সেপ্টেম্বর ২৯ তারিখে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে ১০০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও ভারতীয় গুপ্তচর সংস্থা তরফে দাবি করা হয়েছে গত কয়েক সপ্তাহে বার কয়েক ভারতে ঢোকার চেষ্টা করেছে লস্কর জঙ্গিরা।
জম্মু-কাশ্মীরের সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১ জঙ্গি, আহত দুই সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2016 09:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -