শ্রীনগর: পুলওয়ামার অবন্তীপুরায় পাদগামপোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই খতম জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। গুলি বিনিময়ে মৃত জঙ্গিদের একজন জাহাঙ্গির গেনাই লস্করের অন্যতম শীর্ষ নেতা। সিআরপিএফ সূত্রে এ কথা জানা গেছে। অন্য নিহত জঙ্গির নাম শের গুজরি। এই জঙ্গি যাতে আত্মসমর্পণ করে সেজন্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে নিয়ে আসে তার মাকে। কিন্তু মায়ের আর্জিতেও কর্ণপাত করেনি গুজরি।
একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই অভিযান শুরু করে ৫৫ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ ও সিআরপিএফের যৌথ দল। এলাকাটি ঘিরে ফেলে বাহিনী। বাড়িটির কাছাকাছি আসতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই।
এদিকে, দুষ্কৃতীরা দক্ষিণ কাশ্মীরে ট্রেনে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কায় বানিহাল ও শ্রীনগরের মধ্যে রেল পরিষেবা বন্ধ করেছে কর্তৃপক্ষ।
মায়ের আর্জিতেও সাড়া দিল না এক জঙ্গি, পুলওয়ামায় গুলি বিনিময়ে মৃত দুই লস্কর সদস্য
ABP Ananda, web desk
Updated at:
09 Mar 2017 09:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -