বান্দিপোরায় সেনার অভিযানে নিহত দুই জঙ্গি, প্রাণ হারালেন এক জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2018 11:03 AM (IST)
শ্রীনগর:জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সেনার অভিযানে খতম দুই জঙ্গি। নিহত হয়েছেন এক সেনা জওয়ান। আজ সকালে উত্তর কাশ্মীরের বান্দিপোরার পানার জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। মৃত্যু হয় দুই জঙ্গির। নিহত হন এক সেনা জওয়ান। গোটা এলাকায় চলছে তল্লাশি অভিযান। এক প্রতিরক্ষা মুখপাত্র এ কথা জানিয়েছেন। সেনার একটি টহলদারি দলকে লক্ষ্য করে জঙ্গিদের গুলি ছোঁড়ার ঘটনার পর চলতি সপ্তাহের শুরুতে ওই এলাকায় অভিযান শুরু হয়।