অনন্তনাগ: কাশ্মীর সীমান্তে ক্রমাগত চলা অশান্তির মাঝেই গতকাল নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় দুই জঙ্গি সহ আর এক সাধারণ নাগরিকের। আজ ঘটনাস্থল থেকে লস্কর কম্যান্ডার সহ হত তিন ব্যক্তির দেহ ও প্রচুর অস্ত্র উদ্ধার করল সিআরপিএফ।
গতকাল কাশ্মীরের বিজবেহেরা এলাকার আরওয়ানি গ্রামে একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। সকাল থেকে শুরু হয় গোলাগুলি। অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় লস্কর কম্যান্ডার জুনেইদ মাট্টু এবং তার সঙ্গী নিসার আহমেদের। আজ তাদের দেহ উদ্ধার করল সিআরপিএফ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও। পাওয়া গিয়েছে দুটি একে ৪৭, ছটি ম্যাগাজিন এবং দুটি পাউচ।
শুক্রবারের অভিযানের পর আজ কাশ্মীর উপত্যকায় ফের বনধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা। তবে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজও গোটা এলাকায় রয়েছে কড়া নজরদারি।
লস্কর কম্যান্ডার সহ হত তিনজনের দেহ এবং প্রচুর অস্ত্র উদ্ধার করল সিআরপিএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2017 11:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -