শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে খতম হল ২ জঙ্গি। নিহত এক সাধারণ নাগরিকও। আহত হয়েছেন এক জওয়ান সহ ২১ জন।


খবরে প্রকাশ, শোপিয়ান জেলার কুণ্ডুলন গ্রামে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে পুলিশের কাছে এদিন সকালে খবর আসে। শোপিয়ান জেলার কুণ্ডুলন গ্রামে পৌঁছয় বাহিনী।


গোটা এলাকা জুড়ে চিরুনি-তল্লাশি শুরু করেন জওয়ানরা। বাহিনীকে দেখতে পেয়েই তাঁদের লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।


জঙ্গিদের গুলিতে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা হিয়েছে। বাহিনীর প্রত্যুত্তরে ২ জঙ্গি খতম হয়েছে।


এদিকে, জঙ্গি-বাহিনীর মধ্যে যখন গুলি বিনিময় চলছিল, সেখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা তখন জওয়ানদের লক্ষ্য করে ইট-বৃষ্টি শুরু করে বলে অভিযোগ।


পুলিশ পাল্টা তাড়া করলে, মাথায় চোট লেগে তমশীল আবমেদ কান নামে এক ব্যক্তি মারা যান। আহত হন আরও ২০ জন। এঁদের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।