শ্রীনগর: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে। পুলওয়ামার বটনুরের লস্সীপোরা এলাকায় চলছে এই সংঘর্ষ। জানা গিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের খোঁজে নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালাচ্ছিলেন। তখন লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের ওপর গুলি চালাতে শুরু করে।

সুযোগ বুঝে জনাকয়েক জঙ্গি গা ঢাকা দিয়েছে বলে খবর।

অল্পদিন আগে এই পুলওয়ামাতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয় ২ জঙ্গি। কিন্তু বারবার দেখা যাচ্ছে, জঙ্গিদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ শুরু হলেই এক শ্রেণির নাগরিক জওয়ানদের ওপর পাথর ছুঁড়ে জঙ্গিদের পালানোর পথ প্রশস্ত করার চেষ্টা করছেন। তাই এবার সংঘর্ষ শুরুর আগেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বানিহাল আর শ্রীনগরের মধ্যে ট্রেন চলাচলও। যেখানে এই সংঘর্ষ চলছে, সেখান থেকে রেল স্টেশন একেবারে কাছে।