Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শৌচাগার বসাননি বাড়িতে, জম্মুর কিস্টোয়ারে ৬০০ সরকারি কর্মচারীর বেতন আটকে দিল প্রশাসন
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2018 08:16 PM (IST)
জম্মু: প্রকাশ্যে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জম্মু ও কাশ্মীরে। বাড়িতে শৌচাগার না বসানোয় জম্মুর কিস্টোয়ারের প্রায় ৬০০ সরকারি কর্মচারীর বেতন আটকে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভেলপমেন্ট অনিল কুমার চান্ডেইলের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিস্টোয়ারের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আঙ্গরেজ সিংহ রানা এই পদক্ষেপ করেছেন বলে শোনা যাচ্ছে। চান্ডেইলের রিপোর্টে রয়েছে, প্যাডার ব্লকের ৬১৬ জন সরকার কর্মীর বাড়িতে টয়লেট নেই।
স্বচ্ছ ভারত মিশনের আওতায় নিজস্ব বাড়িতে শৌচাগার তৈরি, ভেরিফিকেশন ও জিও-ট্যাগিংয়ে জম্মু ও কাশ্মীর ৭১.৯৫ শতাংশ টার্গেট পূরণ করেছে। কিস্টোয়ার এর মধ্যে ৫৭.২৪ শতাংশ সাফল্য পেয়েছে। লাদাখের লেহ ও কার্গিল, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও শ্রীনগরকে খোলা স্থানে শৌচাগারমুক্ত বলে ঘোষণা করা হয়েছে। এপ্রিলের শেষে একই তকমা পেতে চলেছে অনন্তনাগ, পুলওয়ামাও।
এই প্রেক্ষাপটে চান্ডেইলের রিপোর্টের তথ্যে কিস্টোয়ারের জেলা উন্নয়ন কমিশনার বলেছেন, এটা লজ্জার। সরকারের বদনাম হয় এতে। সরকারি কর্মী হিসাবে আমাদের আচরণ অবশ্যই অন্যদের কাছে অনুসরণযোগ্য হওয়া উচিত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -