জম্মু: রাজ্যের শীতকালীন রাজধানী জম্মুতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ না দিলে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার ও কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল জম্মু ও কাশ্মীর সরকার। রাজ্যের অতিরিক্ত সচিব সুভাষ চিবের এক সার্কুলারে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জম্মুতে নিযুক্ত সমস্ত রাজ্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিসার-কর্মীদের মৌলানা আজাদ স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারি কর্তব্য হিসেবে যোগ দানের নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে গরহাজির থাকলে তা কর্তব্যচ্যূতি ও সরকারি নির্দেশের অবমাননা বলে গন্য করা হবে এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে প্রজাতন্ত্র দিবসের প্রধান অনুষ্ঠান হয় জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে। রাজ্যপাল এনএন ভোরা এই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করবেন। সরকারি সার্কুলারে রাজ্যের সমস্ত সরকারি বিভাগের প্রধান ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির চিফ এক্সিকিউটিভদের নিজস্ব যোগদান ছাড়াও অধীনস্ত কর্মীদের যোগদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ না দিলে সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি জম্মু ও কাশ্মীর সরকারের
ABP Ananda, web desk
Updated at:
13 Jan 2017 07:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -