শ্রীনগর: শহিদ লেফটেন্যান্ট উমর ফয়াজের বলিদান বৃথা যাবে না। ফয়াজের স্মৃতিতে উপত্যকার একটি স্কুলের নাম তাঁর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। স্কুলটির নাম হবে লেফটেন্যান্ট উমর ফয়াজ গুডউইল স্কুল।

আজ সোপিয়ানে শহিদ সেনা অফিসারের পরিবারের সঙ্গে দেখা করে এক সেনা আধিকারিক এ কথা জানিয়েছেন।

রাজপুত রাইফেলসে কর্মরত ২৩ বছরের ফয়াজ মঙ্গলবার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে ছুটি নিয়ে বাতাপুরা এলাকায় যান। সেখান থেকে তাঁকে বন্দুকের মুখে তুলে নিয়ে যায় জঙ্গিরা। পরে হারমেন থেকে উদ্ধার হয় তাঁর বুলেটবিদ্ধ দেহ।

তাঁর শেষকৃত্যের সময়েও বিচ্ছিন্নতাবাদীরা শোকযাত্রার ওপর পাথর ছোঁড়ে বলে অভিযোগ।