কুলগাম: জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় একটি বাড়িতে তিন সন্দেহজনক জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। এরপরই শুক্রবার সকালে পুরো এলাকা ঘিরে ফেলে সিআরপিএফ। কুলগামের আরওয়ানি এলাকার ইদগা মোল্লা এলাকার এক বাড়িতে তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে। সিআরপিএফ-এর সঙ্গে এই তল্লাশি অভিযানে সামিল হয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের স্পেশাল অপারেশন গ্রুপও।
পুলিশ সূত্রে খবর এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক হারে গোলাগুলি চলার শব্দ পাওয়া গিয়েছে। কাশ্মীরের আইজিপি এম.খান জানিয়েছেন, জঙ্গিরা ভিডিও বানিয়ে পুলিশ এবং সেনা জওয়ানদের থমকে দেওয়ার চেষ্টা করছে। আড়ালে হুমকিও দিচ্ছে, কিন্তু তাতে এই যৌথ অভিযান থামবে না। জঙ্গিদের পালিয়ে যেতে সাহায্য করতে স্থানীয় বাসিন্দারা পাথর ছুঁড়ছে বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, লস্কর-ই-তৈবার জেলা কম্যান্ডার জুনেইদ ম্যাটু এবং তার দুই সহচারী ওই বাড়িতে আটকে পড়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই জঙ্গিরা একটি পুলিশ প্যাট্রোল পার্টির ওপর হামলা চালায় শ্রীনগরের হাইদারপোরা এলাকায়। ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন। আবার গতকালই নৌসেরা সেক্টরের কাছে যুদ্ধবিরতিচুক্তি লঙ্ঘন করে নিয়্ন্ত্রণ রেখার কাছে হামলা চালায় পাকিস্তান। পাল্টা কড়া জবাব দেয় ভারতও।
কুলগামে লুকিয়ে সন্দেহভাজন তিন জঙ্গি, পুরো এলাকা ঘিরে চলছে তল্লাশি অভিযান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2017 12:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -