শ্রীনগর: ডিএসপি মহম্মদ আয়ুব পন্ডিতের হত্যাকাণ্ডের তদন্তে বিশেষ তদন্ত টিম (সিট) তৈরি হল। গত বৃহস্পতিবার রাতে শ্রীনগরের জামিয়া মসজিদের বাইরে উন্মত্ত জনতা নগ্ন করে পিটিয়ে খু্ন করে পন্ডিতকে। এ ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যে।
নিন্দায় সরব নানা মহল। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে হত্যায় জড়িত সন্দেহে। আজ ধরা পড়ে ৩ জন।
আজ এক পুলিশ অফিসার জানান, পুলিশ সুপারইনটেন্ডেন্ট পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে, ২২ জুনের রাতে ডেপুটি পুলিশ সুপার পন্ডিতকে পিটিয়ে মেরে ফেলার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে। আপাতত তদন্ত সঠিক পথেই এগচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, সে কারণেই আরও বেশ কয়েকজন ধরা পড়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিসের ডিজি এস পি বৈদ বলেন, আমরা হত্যাকাণ্ডে যুক্ত থাকার ব্যাপারে ১২ জনকে চিহ্নিত করেছি। ৫ জন এখনও ধরা পড়েছে।
এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড়া হবে না, এটাই জম্মু ও কাশ্মীর পুলিশের অঙ্গীকার, বলেন তিনি। রাস্কেলরা রেহাই পাবে না, মন্তব্য করেন।
তদন্ত চলছে, রিপোর্ট এলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে জানান বৈদ।
পুলিশকর্তাকে নৃশংস ভাবে মারধর করে খুনের সময় কি মধ্যপন্থী হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক জামিয়া মসজিদের ভিতরেই ছিলেন? বৈদ বলেন, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।
যে এলাকায় পন্ডিতকে খুন করা হল, সেখানকার এক পদস্থ পুলিশকর্তার বদলির নির্দেশও দিয়েছেন বৈদ।
এদিকে জম্মু ও কাশ্মীর বিজেপি শাখার প্রধান সত্ শর্মা ডিএসপি পন্ডিতের মর্মান্তিক হত্যাকাণ্ডে তীব্র বিস্ময় প্রকাশ করে বলেছেন, মানবতার বিরুদ্ধে এই জঘন্য অপরাধের দোষীদের সাজা দিতে ফাস্ট ট্রাক আদালত গঠনের দাবি তুলছি।
তিনি বলেন, উপত্যকায় পর্যটনের ভরা মরসুম, পাশাপাশি চলছে অমরনাথ যাত্রা। সেসময় কতিপয় লোক এ ধরনের ঘটনা ঘটিয়ে বাইরের বিশ্বকে দেখাতে চাইছে, কাশ্মীর নিরাপদ নয়, এখানে আসার মতো পরিস্থিতি নেই।
কাশ্মীরে ডিএসপি হত্যার তদন্তে সিট, চিহ্নিত ১২, গ্রেফতার আরও ৩
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2017 08:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -