বুধবার ভোর থেকে প্রায় হাজার খানেক নিরাপত্তাকর্মী তল্লাশি শুরু করে। পাথর ছুঁড়ছিল যারা তাদের নিয়ন্ত্রণ করতে এলাকায় আরও বড় ফোর্স মোতায়েন করে সেনাবাহিনী। যদিও এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনী ও পাথর বাহিনীর মধ্যে কারও আক্রান্ত হওয়ার কোনও খবর নেই।
প্রসঙ্গত, ঠিক দুসপ্তাহ আগে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে একই রকম তল্লাশি অভিযান চালানো হয়েছিল সোপিয়ান জেলার। তবে সেবার আরও বড় আকারে অভিযান চালানো হয়। প্রায় দু ডজন গ্রামে তল্লাশি চালিয়েছিল চার হাজার নিরাপত্তাকর্মী। জঙ্গিরা একটি সেনা ক্যাম্পে হামলা চালায়। তবে ইদানিং দক্ষিণ কাশ্মীরে তল্লাশি অভিযান আরও জোরদার করেছে সেনা জওয়ানরা, কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ঘোরাফেরা করছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় তিরিশ জন জঙ্গি দলবদ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে। গোপন সূত্রে নিরাপত্তা বাহিনীর কাছে খবর এসেছে সোপিয়ান জেলাতেই এই জঙ্গিরা রয়েছে।