মথুরায় গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি, ২ সহযোগী বেপাত্তা, জারি হাই-অ্যালার্ট

Continues below advertisement

মথুরা: অক্ষরধাম মন্দির ও প্রজাতন্ত্র দিবসে হামলা চালানোর পরিকল্পনা করা সন্দেহভাজন জঙ্গি বিলাল আহমেদ ওয়ানি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

Continues below advertisement

রবিবার, সন্দেহজনক ব্যবহারের অভিযোগে ওয়ানিকে মথুরা থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে একাধিক আধার কার্ড সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ।

এদিন উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার আইজি অসীম অরুণ বলেন, গতকাল টিকিট ছাড়া যাত্রা করার জন্য বিলাল ওয়ানিকে মথুরা জংশন থেকে আটক করা হয়েছিল। তার ব্যবহার সন্দেহজনক হওয়ায় হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তিনি আরও জানান, দিল্লির জামা মসজিদ লাগোয়া আল-রশিদ গেস্ট হাউসে ওয়ানির সঙ্গে আরও ২ জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা থাকত। তাদের নাম-পরিচয় সম্পর্কেও নিশ্চিত হয়েছে পুলিশ। তবে, এখনও জঙ্গিযোগের বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি।

অরুণ জানান, জেরায় ওয়ানি স্বীকার করে ২ সহযোগীকে নিয়ে সে অক্ষরধাম মন্দিরে হামলা চালানোর চেষ্টা চালাচ্ছিল। পাশাপাশি, ২৬ জানুয়ারি দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ বানচাল করারও পরিকল্পনা করেছিল ওয়ানি।

ওয়ানির তথ্যের ভিত্তিতে ওই গেস্ট হাউসে হানা দেয় এটিএস। সেখান পুলিশ জানতে পারে যে, ওয়ানির ২ সহযোগী—মুদসির আহমেদ ওয়া এবং মহম্মদ আশরাফ ৬ তারিখই ঘর খালি করে চলে গিয়েছে।

২ সন্দেহভাজন জঙ্গির খোঁজে রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি, রাজধানী দিল্লি সহ এনসিআর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola