জম্মু:  পাকিস্তানে জঙ্গি শিবিরে ট্রেনিং নিয়ে ভারতে ঢোকার পরই গ্রেফতার এক কাশ্মীরী যুবক। রাজৌরি জেলার বুধাল তহশিলের তারগেইন গ্রামের যুবক নিশার শাহ ১৯৯৯-তে জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিতে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিল।

সম্প্রতি সে বেআইনিভাবে নেপাল হয়ে ভারতে ঢোকে। কিন্তু রাজৌরিতে  তাকে গ্রেফতার করেছে পুলিশ। ছুটির পর তাকে আদালতে পেশ করা হবে। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিশার ১৯৯৯-তে নিয়ন্ত্রণ রেখা টপকে ওপারে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিল। কিছুদিন পর সে জঙ্গিপনা ছেড়ে দেয়। ট্রেনিং ক্যাম্প থেকে চলে এসে কোটলি শহরে বসবাস করতে শুরু করে। ২০১০-এ সে দুবাই চলে যায়। সেখানে তিন বছর কাটিয়ে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সে পাক অধিকৃত কাশ্মীরে ফিরে আসে। কিছুদিন আগে সে নেপালে যাওয়ার জন্য পর্যটক ভিসা তৈরি করে। এরপর নেপাল থেকে সে অবৈধভাবে ভারতে ঢোকে এবং নিজের গ্রামে চলে আসে।

পুলিশের খাতায় সে ফেরার। তাই তার বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল।