শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে যে যুবকরা পাথর ছুঁড়ছে, তাদের গুলি করা উচিত বলে মন্তব্য করার জন্য দুঃখপ্রকাশ করলেন শিল্পমন্ত্রী চন্দ্রপ্রকাশ গঙ্গা। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার মন্তব্যে যদি কেউ আহত হয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত।’ তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেছেন গঙ্গা।
গঙ্গাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি পাথর ছোঁড়া যুবকদের গুলি করে মারার দাওয়াই দিয়েছেন। তিনি আরও দাবি করেন, গুলি করে যদি মারা না-ও হয়, অন্তত লাঠি দিয়ে মারুক সেনাবাহিনী। তাহলে আর পাথর ছুঁড়বে না ওই যুবকরা। এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই দুঃখপ্রকাশ করলেন মন্ত্রী।
জম্মুতে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠকে বসেন জোটসঙ্গী পিডিপি-র নেতারা। সেই বৈঠকে গঙ্গার বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনা হয়। এরপরেই দুঃখপ্রকাশ করলেন গঙ্গা। তাঁর দাবি, ন্যাশনাল কনফারেন্সের মন্তব্যের পাল্টা হিসেবেই তিনি ওই মন্তব্য করেন। কিন্তু সংবাদমাধ্যমের একাংশ অপ্রাসঙ্গিকভাবে তাঁর মন্তব্য তুলে ধরেছে।
পাথর ছোঁড়া যুবকদের গুলি করতে বলার জন্য দুঃখপ্রকাশ জম্মু-কাশ্মীরের মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2017 06:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -