পুণে: জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করলেও দেশের অর্থনীতির হাল ‘শুধরোতে হবে’ বলে অভিমত জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। জাতীয় সুরক্ষা ও দেশ গঠনের জন্য সেটাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। পুণেতে এক অনুষ্ঠানের ফাঁকে রাজ্যসভা এমপি স্বামী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেন, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির আমলের ‘ভ্রান্ত নীতি’ই অর্থনীতির বর্তমান মন্দার কারণ। সুদের হার বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকেও কাঠগড়ায় তোলেন তিনি।
স্বামী বলেন, আমি মনে করি, চড়া হারে কর চাপানোর মতো অরুণ জেটলির সময় গৃহীত ভুল নীতিগুলিই, যা এখনও বহাল রয়েছে, চলতি মন্দার বিভিন্ন কারণগুলির অন্যতম। প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন সুদের হার বৃদ্ধির যে পদক্ষেপ করেছিলেন, তাতেও মন্দা হয়েছে।
প্রসঙ্গত, ৬৬ বছরের জেটলি বর্তমানে নয়াদিল্লির এইমস-এ লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। নরেন্দ্র মোদির প্রথম দফার এনডিএ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি।
কেন্দ্রের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও দেশের অর্থনীতি সম্পর্কে প্রশ্ন করা হলে স্বামী বলেন, অর্থনীতির হাল ঠিক করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে আমার মতামত চাওয়া হয়নি, ৩৭০ ধারা নিয়ে চাওয়া হয়েছিল এবং সিদ্ধান্তটি সঠিক। তিনি যোগ করেন, অবশ্যই অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত। বাস্তব হল, দেশ গঠন ও জাতীয় সুরক্ষার স্বার্থে দুটিই গুরুত্বপূর্ণ।