জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘আজ সকালে মেন্ধারের বালাকোটে সেক্টরের দাব্বি, নিজোট ও বাসোনিতে ভারতীয় সেনাবাহিনীর চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান।’ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাগুলির জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার।
এর আগে শনিবার ভীমবের গলি সেক্টরে পাক সেনার গুলিতে শিশু সহ চার জন সাধারণ মানুষ জখম হন। আজ ফের বিনা প্ররোচনায় গুলি চালাল পাক সেনা। গত বছর ২২৮ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। এ বছরের ৫ অক্টোবর পর্যন্ত ৫০৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে তারা।